চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে, ৬২ জনের মৃত্যু, সুস্থ ৩৪৯

ইব্রাহীম রনি :
চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। শুক্রবার নতুন করে মৃত ২ জনসহ ৩১ জনের করোনা সনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩ জন। আক্রান্তদের মধ্যে ৩ জুলাই শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৯ জন। আর মারা গেছেন ৬২ জন। শুক্রবার আরও ২ জন মৃতের তালিকায় যুক্ত হয়েছে। তারা হচ্ছেন : সদর উপজেলার ৬৫ বছর বয়সী জাহানারা বেগম ও হাইমচরের ৪৫ বছর বয়সী মফিজ মিজি।
নতুন আক্রান্ত ৩১ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২১ জন, হাজীগঞ্জ উপজেলায় ২ জন, মতলব দক্ষিণ উপজেলায় ২ জন, হাইমচর উপজেলায় ২ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১ জন, মতলব উত্তর উপজেলায় ২ জন এবং শাহরাস্তিতে ১ জন।
৩ জুলাই জেলায় আসা ১৩২ জনের রিপোর্টের মধ্যে এই ৩১ জন পজিটিভ।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৪০৪ জন, হাইমচর উপজেলায় ৭৭ জন, মতলব উত্তর উপজেলায় ৭০ জন, মতলব দক্ষিণ উপজেলায় ১০৯ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১০১ জন, হাজীগঞ্জ উপজেলায় ৯৭ জন, কচুয়া উপজেলায় ৪৩ জন, শাহরাস্তি উপজেলায় ১০২ জন।
মৃত ৬০ জনের মধ্যে সদর উপজেলায় ১৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন, হাইমচরে ১ জন।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলা থেকে ৪ হাজার ৮৫৫ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪ হাজার ৪৮৭ জনের। পেন্ডিং আছে ৩৬৮ জনের রিপোর্ট।
তিনি জানান, ৩ জুলাই নতুন করে সদর উপজেলায় আরও ১৩ জন সুস্থ হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply