চাঁদপুরে মাদকদ্রব্য পাচার বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

আশিক বিন রহিম :
‘শুদ্ধ জ্ঞানেই সঠিক যত্ন হবে, জ্ঞানের আলোয় মাদক দূর রবে’ এই প্রতিপাদ্য বিষয়ে’ মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে ২৭ জুন শুক্রবার সকাল ১০টায় শহরের ইলিশ চত্বরে সমাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন।
মানববন্ধনে অংশগ্রহণ করেন, চাঁদপুর জেল সুপার মোঃ মাইন উদ্দিন ভূঁইয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম, চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তরের উপ পরিচালক মোঃ ফরিদুল ইসলাম, চাঁদপুর মাদকদ্রব্যের ইন্সপেক্টর মোঃ মুজিবুর রহমান।
উল্লেখ : জাতিসংঘের সদস্য ভুক্ত বিশ্বের অন্যান্য দেশের ন্যায় চাঁদপুরে সীমিত পরিসরে কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিবসটি উদযাপিত ।

শেয়ার করুন

Leave a Reply