চাঁদপুরে লকডাউন অমান্য করায় ২২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
করোনা সংক্রমণরোধে লকডাউন বাস্তবায়নে চাঁদপুরে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় চাঁদপুরে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ২২ জনকে ৩১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। মামলা হয়েছে ২২টি।
সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল্ মাহমুদ জামানের নেতৃত্বে ৪০ জন ভলেন্টিয়ার, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার ও ইমরান মাহমুদ ডালিম এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা লকডাউন বাস্তবায়নে মাঠে নামেন।
এরপর জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে চেয়ারম্যান ঘাট, বাস স্ট্যান্ড , স্টেডিয়াম রোড, মিশন রোড, বঙ্গবন্ধু রোড, ছায়াবাণী মোড়, হকাস মার্কেট, কালিবাড়ি, পালবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানিয়েছেন, সেনাবাহিনীসহ সদর উপজেলায় আমরা ৩টি মোবাইল কোর্ট নিয়ে আজ নেমেছিলাম। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে ৩১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তিনি জানান, লকডাউন অমান্য করে ঢাকা থেকে আসা দু’টি প্রাইভেটকার, গাড়ি, কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে। করোনা সংক্রমণরোধে সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চ লতে হবে।

এর আগে গতকাল ১০ মে মোবাইল কোর্টে ২৫টি মামলায় ২৫ জনকে মোট ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply