চাঁদপুরে শিশু পরিবারের অগ্নিকাণ্ড, ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা শিশু পরিবারের একটি ভবনের (পদ্মা) ৪ তলার স্টোর রুমে গতকাল বুধবার (২৭ জানুয়ারি) সকাল আনুমানিক প্রায় সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।
অগ্নিকান্ডের খবর পেয়ে সকাল ৮টায় ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় জেলা প্রশাসক ঘটনার খোঁজখবর নেন এবং তদন্ত করে ৩ কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমান ও সুপারিশমালা দাখিলের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান কে আহবায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করে দেন।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মানিক, ইমরান মাহমুদ ডালিম, সমাজসেবা উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সহকারি পরিচালক মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আকবর উপস্থিত ছিলেন।
এদিকে সকালে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে শিশুদের কোনরূপ ক্ষয়ক্ষতি হয়নি। সবাই ভালো ও সুস্থ্য আছে।

শেয়ার করুন

Leave a Reply