চাঁদপুরে ২ দিনে ২৬৪ জনের করোনা সনাক্ত, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে দু’ দিনে আরও ২৬৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জুলাই মঙ্গলবার ২৪২ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের রিপোর্ট পজেটিভ আসে এবং ১৪ জুলাই বুধবার ২৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩৯ জনের রিপোর্ট পজেটিভ আসে। গত ২৪ ঘন্টায় মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ৩ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫৬ জন, ফরিদগঞ্জে ১৩ জন,  হাজীগঞ্জে ১১ জন, কচুয়ায় ৩ জন, মতলব উত্তরে ১ জন, মতলব দক্ষিণে ৭ জন, শাহরাস্তিতে ২৮ জন, হাইমচরে ৬ জন। আর বুধবার আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯ জন, হাজীগঞ্জে ২১ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ২ জন, মতলব দক্ষিণে ২১ জন, ফরিদগঞ্জে ৫ জন, শাহরাস্তিতে ২০ জন এবং হাইমচরে ৫ জন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৬৯৪ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩৮ জন। ১৪ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ২৭১ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।

১৪ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩১৩৬ জন, হাইমচরে ৩০২ জন, মতলব উত্তরে ৩৪৯ জন, মতলব দক্ষিণে ৫৮৮ জন, ফরিদগঞ্জে ৭১৮ জন, হাজীগঞ্জে ৬৭৮ জন, কচুয়ায় ২৩৮ জন, শাহরাস্তিতে ৬৮৫ জন।

মৃত ১৩৮ জনের মধ্যে সদর উপজেলায় ৫২ জন, ফরিদগঞ্জে ২৩ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ১২ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ৮ জন, হাইমচরে ৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ২১৬ জনের। এর মধ্যে পজেটিভ ৬ হাজার ৬৭৫ জন আর নেগেটিভ ২৮ হাজার ৫৪১ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১২৮৫ জন। এদের মধ্যে ৪৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১২৩৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply