চাঁদপুরে ৩৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে মতলব (মোহনপুর) থানার দশআনি লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি পরিত্যক্ত ঘর থেকে তিন হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য চার লাখ ৩৩ হাজার ২০০ টাকা।
এ সময় চোরাই ডিজেলের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীকালে জব্দ করা ডিজেল চাঁদপুর উত্তর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি আরও জানান, বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের সংকটময় মুহূর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হাসান।

শেয়ার করুন