চাঁদপুরে ৭ হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা, মৃত্যু ১৪৩

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১৩৪ জনের করোনা সনাক্ত হয়েছে। ১৭ জুলাই শনিবার ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। সনাক্তের হার ৩৯.৫১ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের।
স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩৫ জন, হাইমচরে ২ জন, ফরিদগঞ্জে ২২ জন, হাজীগঞ্জে ১২ জন, কচুয়ায় ৯ জন, মতলব দক্ষিণে ১৯, শাহরাস্তিতে ৩২ জন, মতলব উত্তরে ৩ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ১২ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪৩ জন। ১৭ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১৭ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩২৪৮ জন, হাইমচরে ৩০৭ জন, মতলব উত্তরে ৩৫৩ জন, মতলব দক্ষিণে ৬২৮ জন, ফরিদগঞ্জে ৭৭০ জন, হাজীগঞ্জে ৭০৯ জন, কচুয়ায় ২৪৯ জন, শাহরাস্তিতে ৭৪৮ জন।
মৃত ১৪৩ জনের মধ্যে সদর উপজেলায় ৫২ জন, ফরিদগঞ্জে ২৫ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ১৫ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ৮ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৩৭ জনের। এর মধ্যে পজেটিভ ৬ হাজার ৯৯৩ জন আর নেগেটিভ ২৯ হাজার ৪৪ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৪৩৬ জন। এদের মধ্যে ৪১ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৩৯৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply