চাঁদপুর মেডিকেল কলেজে করোনা টেস্ট ল্যাব স্থাপনের দাবি

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর জেলা কমিটির সদস্য কমরেড আজিজুর রহমান এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে যতই দিন বাড়ছে করোনা পরিস্থিতি আরো ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে। চলমান পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুরের রোগীদের যাতে দ্রুত চিকিৎসার আওতায় আনা যায় তার জন্য ডাক্তারদের দ্রুত প্রশিক্ষণের মাধ্যমে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজে পিসিআর টেস্ট ল্যাব অর্থাৎ করোনা টেস্ট ল্যাব স্থাপন করার দাবি জানান। অন্যদিকে এই পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ডাক্তার, নার্স এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাই বোনেরা। তাই তাদের পর্যাপ্ত পিপিই এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ সহ প্রয়োজনীয় নিরাপত্তার দাবি জানান। তাছাড়া ২৬ মার্চ থেকে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা এবং গত ৯ এপ্রিল চাঁদপুর জেলায় লকডাউন ঘোষণার পর চাঁদপুর দিনমজুর, হকার, ভ্যানচালক, রিকশা চালক অর্থাৎ শ্রমজীবি মানুষ মানবেতর জীবনযাপন করছে। তিনি এসব মানুষের ঘরে ঘরে এক মাসের খাবার পৌঁছে দিয়ে লকডাউন কার্যকর করার দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply