জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলা মৎস্য অফিসের আয়োজনে মাছেন পোনা অবমুক্তকরণ এর শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের পুকুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার), চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অফিসের উপ-পরিচালক আব্দুস সাত্তার, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড মজিবুর রহমান ভুইয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহি অফিসার সানজিদা শাহনাজ, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, উপজেলার সহকারি মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদ, সহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

Leave a Reply