তদন্তের পর মহামায়া শাফি মাফি ক্যাবল টিভি নেটওয়ার্কের লাইন চালু রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর মডেল থানায় মহামায়া শাফি মাফি ক্যাবল টিভি নেটওয়ার্ক এর লাইন দখল ও বিচ্ছিন্নের ঘটনায় অভিযোগের তদন্ত করা হয়েছে। গত ৪ মে সোমবার মডেল থানার এসআই বিপ্লব চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ফিড ও মহামায়া বাজারে সরেজমিনে এসে উক্ত অভিযোগের তদন্ত করেন। এসময় লাইন দখল, বিচ্ছিন্ন ও হুমকি দমকির অভিযোগকারী শাফি মাফি ক্যাবল টিভি নেটওয়ার্ক এর পরিচালক মোঃ নজরুল ইসলাম বাবলু ও অপর পক্ষ আয়ান ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্বাধিকারী মোঃ ফারুক হোসেন বেপারীর উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শুনে আগামী ঈদুল ফিতরের পর পরই এর চুড়ান্ত সমাধান করা হবে বলে পূর্বের ন্যায় যে অবস্থায় আছে সে অবস্থায় দুই পক্ষকে ডিস লাইন পরিচালনা করার অনুরোধ জানানো হয়।
এদিকে দুই পক্ষের রেষারেষির কারনে টিভি দেখা থেকে বঞ্চিত অসংখ্য গ্রাহক। এই মহামারি দূর্যোগের সময় দেশ বিদেশের খবর না দেখতে পেয়ে ক্যাবল অপারেটরদের প্রতি চরম ক্ষোভ দেখা দিয়েছে। তাই চাঁদপুর সদর মডেল থানার এসআই বিপ্লব এর অনুরোধে লাইনগুলো ঠিক করে দিয়ে গ্রাহক হয়রানি থেকে মুক্তি দিতে উভয়ের প্রতি অনুরোধ জানান। এ ছাড়া গ্রাহকদের যেন কোন প্রকার সমস্যা না হয় সে লক্ষ্যে উভয় পক্ষের মনোনীত ইয়াছিন মিয়াকে লাইনগত সমস্যা নিরসন করতে বলা হয়।

শেয়ার করুন

Leave a Reply