পুরাণাজারের ডেন্টাল চিকিৎসক মুক্তিযোদ্ধা আ. ওয়াদুদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আশিক বিন রহিম :
চাঁদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও পুরাণবাজারের বিশিষ্ঠ ডেন্টাল চিকিৎসক আ. ওয়াদুদ মিয়া (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না— রাজেউন)। ২৯ মে শুক্রবার ভোর ৩ টা ২৫ মিনিটের সময় তিনি ম্যারকাটিজ রোডস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাস কষ্ট ও বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সকল রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বাদ জুমা পুরাণবাজার বড় মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী (ভ‚মি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজিব, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. মাসুদ রাস্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে জানাযা নামাজ শেষে প‚র্ব শ্রীরামদী গফুর মিয়াজী বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজ পড়ান পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল।
জানাযার প‚র্বে মরহুম মুক্তিযোদ্ধা আঃ অদুদের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ হামিদ মাস্টার, মুক্তিফৌজ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ব্যংকার মুজিবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমান্ডার মোঃ ছানাউল্লাহ খান, মরহুমের ছোট ছেলে সাগর। রাস্ট্রীয় সম্মাননা প্রদান ও জানাজার নামাজে মরহুমের সহযোদ্ধা মুক্তিযোদ্ধাগণ,বাজারের ব্যবসায়িবৃন্দ, সাবেক কাউন্সিলর আসলাম গাজী, মরহুমের বড় ছেলে সাখাওয়াতসহ, মরহুমের আত্মীয় স্বজন ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply