প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাচ্ছেন : মুহম্মদ শফিকুর রহমান এমপি

জাকির হোনের সাঈদ :
চাঁদপুর-৪ ফরিদগঞ্জে সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেন, সরকারের সাথে সাথে বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিতে ভাল মানুষগুলো এগিয়ে আসলে , আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত উন্নতি হবে। ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাচ্ছেন। করোনাকালে আমাদের স্বাস্থ্যখাতে যেই সমস্যা গুলো চিহ্নিত হয়েছে, সরকার তা নিরসনে কাজ করছে। কিন্তু তৃণমূল পর্যায়ে আইসিওসহ আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে কিছুটা সময়ের প্রয়োজন। এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তরা যদি সত্যিকার ভাবে এগিয়ে আসেন তবেই গ্রামে বসেই মানুষ স্বাস্থ্যসেবা পাবে। সেইসব সুবিধা নিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় লাইফ জেনারেল হাসপাতাল নামে একটি হাসপাতাল আধুনিক সুবিধাদি নিয়ে কাজ শুরু করায় আমি খুশি। আশা করছি তারা সেবার মন মানসিকতা নিয়ে উপজেলা তথা জেলার মানুষের আস্থার স্থলে পরিনত হবে।
গতকাল বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সদরে লাইফ জেনারেল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে মুঠো ফোনে বক্তব্য রাখতে গিয়ে তিনি উক্ত কথা বলেন। এসময় অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পেরে মুঠো ফোনে প্রধান অতিথি হিসেবে হাসপাতালটি উদ্বোধন করেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ।
লাইফ জেলারেল হাসপাতালের চেয়ারম্যান ডা: পরেশ চন্দ্র পালের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, চাঁদপুর বিএমএ সভাপতি ডা: সৈয়দ নুরুল হুদা,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য খাজে আহাম্মদ মজুমদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক এম কে মানিক পাঠান, প্রবীর চক্রবর্তী, প্যানেল-২ মেয়র মোহাম্মদ হোসেন, আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, হাসপাতালের পরিচালক শো: শাহাবুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে পৌর মেয়র মাহফুজুল হক ফিতা কেটে হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply