ফরিদগঞ্জে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
ফরিদগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ষাটোর্ধ এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগে ইতিমধ্যেই তার নমুনা সংগ্রহ করেছে।
জানা গেছে, উপজেলা সদরের কাছিয়াড়া গ্রামের এই ব্যক্তি স্বপরিবারে ঢাকা থাকেন। দীর্ঘধিন ধরে সে অসুস্থ ছিল। স¤প্রতি তার অসুস্থতার পরিমান বেড়ে যাওয়ায় বুধবার রাতে তার পরিবারের লোকজন তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জে চলে আসে। পরে বৃহষ্পতিবার ১১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে ঢাকা থাকা অবস্থায় এবং মৃত্যুর পুর্ব মূর্হূত পর্যন্ত তার করোনা লক্ষণ থাকার বিষয়টি জানাজানির পর দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে। এখই সাথে রির্পোট আসা পর্যন্ত তার সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারান্টাইন থাকার নিদের্শনা দিয়েছে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার কথা স্বীকার করে জানান, বৃহষ্পতিবার দিন ওই ব্যক্তিসহ ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কয়েকজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply