ফরিদগঞ্জে সংবাদকর্মীসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সংবাদকর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এর অফিস সহকারী ও কমিনিউটি হেলথ কেয়ার প্রোভাইটর (সিএইচসিপি) সহ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হচ্ছেন মেঘনা বার্তা পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি (পৌর এলাকার বড়ালী গ্রামের) (২৮), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী (৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের) (৪০) একই গ্রামের (২৮), কমিনিউটি হেলথ কেয়ার প্রোভাইটর (সিএইচসিপি) ১৫ নং রুপসা উত্তর ইউনিয়ন রুপসা গ্রামের (৩০), পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের (৬৫), একই এলাকার (২৫), ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামের (২৪), তার বোন (১৯), ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রামের (২৫), ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের (৮০), ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের কড়ইতলী গ্রামের (৩৮), ১০নং গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের লাড়ুয়া গ্রামের (৮৫) ও ফরিদগঞ্জ বাজারের ঔষধ ব্যবসায়ী(৪৫) এর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। (স্বাস্থ্য অধিদপতরের নির্দেশনা অনুসারে নাম প্রকাশ করা হয়নি।)
এদিকে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ১৩ টি রিপোর্টের মধ্যে ১৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে ফরিদগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জনে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে আসা ১৩টি রিপোর্টের মধ্যে ১৩টি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত পাওয়া ৪৭৪ টি রিপোর্টের মধ্যে ৪৩৯ জনের রিপোর্ট এসেছে এর মধ্যে ১৬৫ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩ জন মারা গেছেন এবং ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ৩৫ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply