ব্যাটারিচালিত রিক্সা, ইজিবাইক শ্রমিকদের ত্রাণ ও নগদ অর্থ প্রদানের দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি :
বৈশ্বিক করোনা লকডাউনের কারনে অপ্রতিষ্ঠানিক কর্মহীন শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষার লক্ষ্যে ১৮ মে দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ ও মানববন্ধনের অংশ হিসেবে ১৮ মে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চাঁদপুর কালীবাড়ি শপথ চত্ত¡র ব্যানার ফ্যাস্টুন নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সভাপতি দিপালী রানী দাস।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত দেশে বৈশ্বিক করোনার মহামারীর ভাইরাসের আক্রমনের হাত থেকে রক্ষার জন্য লকডাউন চলছে। যার কারনে দৈনিক কর্মের সাথে যুক্ত রিক্সা শ্রমিক/ব্যাটারিচালিত রিক্সা/ ভ্যান শ্রমিক/ ইজিবাইক শ্রমিক/ হোটেল শ্রমিক/ নির্মাণ শ্রমিক/ হকার-ফুটপাতের ছোট ছোট দোকানী, আমদানী রপ্তানী শ্রমিক/ দিনমজুর/ দোকান কর্মচারী/ নরসুন্দর শ্রমিক/ পরিবহন শ্রমিকসহ অপ্রতিষ্ঠান শ্রমিকরা তাদের সংসার চালাতে ক্ষুধার জ্বালা নিবারণ করতে না পারা। সন্তানদের কষ্ট সহ্য করতে না পারায় বাধ্য হয়ে- “অপ্রতিষ্ঠানিক শ্রমিকরা” রাস্তায় করোনা ভাইরাসের মৃত্যুর ভয়ের চাইতে সন্তানের ক্ষুধা নিবারণের আশায় পরিবহনসহ অন্যান্য অপ্রতিষ্ঠানিক শ্রমিকরা রাস্তায় নামছে। এমতাবস্থায় প্রত্যেককে পর্যাপ্ত ত্রাণ, নগদ, অর্থ, আর্মি রেটে রেশন প্রদান, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, বাসা ভাড়া মওকুফের দাবিতে- বাসদের উদ্যোগে ব্যাটারিচালিত রিক্সার, ইজিবাইক সংগ্রাম পরিষদের মানববন্ধন বক্তারা উক্ত দাবী পূরণের আহŸান জানান।

শেয়ার করুন

Leave a Reply