মতলবে আরও ৭ জনের করোনা শনাক্ত

মোশারফ হোসেন তালুকদার :
মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে আরো ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ১শ ৫৭ জন করোনা রোগী শনাক্ত হলো। গতকাল ১৪ জুলাই মঙ্গবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১১জুলাই ১১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আজ নতুন করে ৭ জনের করোনা পজেটিভ ও ৪ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পৌরসভার নবকলস এলাকার ২, দশপাড়া এলাকার ১ জন, উপজেলার বারোগাঁওগ্রামের ২ জন ডিঙ্গাভাঙ্গা গ্রামের ১ জন,ও নারায়নপুরের এলাকার ১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
এখনো কিছু নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষামান রয়েছে। গত ১৪ মে উপজেলায় করোনার সংক্রমণ শুরু হলেও বর্তমানে এর দ্রুত প্রাদুর্ভাবে জনগণ আতঙ্কে আছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। চাঁদপুরের উপজলাগুলোর মধ্যে মতলব দক্ষিণে এখন শনাক্তের সংখ্যা বেশি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষ অবহেলা করায় আক্রান্তের সংখ্যা আমাদের এখানে দিন দিন বাড়ছে। তাই জনসাধারণের আরও সচেতন হয়ে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও জনসমাগম এড়িয়ে চলতে তিনি আহবান জানান। তিনি বলেন, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।তারা সকলেই নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে।

শেয়ার করুন

Leave a Reply