মতলবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোটর সাইকেল শোভাযাত্রা

মতলব প্রতিনিধি :
মতলব দক্ষিণ থানা পুলিশের কুইক রেসপন্স টিম (কিউআরটি) আসছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য গত ২৪ জুলাই বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত মটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রাটি মতলব থানা থেকে শুরু করে কলাদী, বরদিয়া, মুন্সিরহাট, পিংড়া, বাকরা, শান্তির বাজার, বহরি, আড়ংবাজার ও বোয়ালিয়া হয়ে নারায়নপুর, নায়েরগাঁও এবং মতলব সেতুতে এসে সমাপ্ত হয়। জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার) এর নির্দেশে ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ এর সার্বিক ব্যবস্থাপনায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন এসআই রুহুল আমিন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, ঈদুল আযহাকে সামনে রেখে উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কোন মাদক ব্যবসায়ী, জঙ্গীবাদ ও বাল্য বিবাহসহ ঘাপটি মেরে থাকা চোর, মলমপার্টিসহ দুষ্কৃতিকারীদে হাত থেকে সচেতন থাকবেন। এ জন্য জনসচেতনতা বাধ্যতামূলক। এছাড়া মহামারী করোনায় প্রত্যেককে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলাফেরা করতে হবে। অপরাধীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন, কেউ রেহাই পাবে না। উপজেলার কোন স্থানে অপরাধ সংগঠিত হলে থানা পুলিশকে অবহিত করবেন। পুলিশই জনতা, জনতাই পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply