মতলবে নৌকা তৈরিতে ব্যস্ত মিস্ত্রিরা

নিজস্ব প্রতিবেদক :
মতলব দক্ষিণ উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে নৌকা তৈরীর হিড়িক পড়েছে। কাঠমিস্ত্রিরা নৌকা তৈরীতে ব্যস্ত। চলতি বর্ষার মৌসুমে নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলগুলো পানিতে থৈ থৈ করতে শুরু করেছে। মহামারী করোনার মধ্য দিয়েও কাঠমিস্ত্রিরা নৌকা তৈরী ও বিক্রিতে ব্যস্ত হয়ে পড়েছেন। একেকটি ছোট নৌকা ৪ হাজার থেকে ৫হাজার টাকায় বিক্রি করছেন। কেউ নিচ্ছে জাল বাধতে, কেউ নিচ্ছে গৃহপালিত পশুরু খাদ্য সংগ্রহের জন্য আবার কেউ কেউ নিচ্ছে নদীর তীরবর্তী এলাকা থেকে উচু স্থানে পারাপারের জন্য ও কেউ নিচ্ছেন মাছ ধরতে।
মতলব দক্ষিণের মোবারকদি গ্রামের কাঠমিস্ত্রি মোঃ সুরুজ, আইয়ুব আলী ও উপাদী গ্রামের সন্তোষ সরকার ও প্রান্তোষ সরকার জানান, বর্ষার পানি বৃদ্ধি পাবে বলে নৌকা তৈরী করছি। পূজি খাটিয়ে কড়ই ও আম কাঠ কিনে নৌকা তৈরী করছি লাভের আশায়। তবে নৌকা তৈরীতে হিড়িক পড়লেও বিক্রির ক্ষেত্রে অন্যান্য বছরের চাইতে এবার চাহিদা কম। কারন করোনার ভাইরাসের কারনে অনেকের হাতেই অর্থ নেই। যার কারনে নৌকা বিক্রি কম হচ্ছে। ৮ জুলাই বেলা ১১টায় মোবারকদি এলাকায় কাঠমিস্ত্রিদের সাথে একান্ত আলাপে এ তথ্য জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply