মতলবে মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় ১০ জনকে জরিমানা

মতলব প্রতিনিধি :
মহামারী করোনা বিস্তার রোধে মতলব দক্ষিণের নারায়নপুর বাজার, দগরপুর বাজার এবং টি এন্ড টি রোডে অভিযান পরিচালনা করা হয়। মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে, গত ২৪ জুন ১০ জন দোকান মালিক এই আইন অমান্য করে বিকাল ৪ টার পর দোকান খোলার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার ৫শত টাকা অর্থদন্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম ও বাংলাদেশ সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত শারমীন বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। সকলের সচেতনতা এবং নিরাপত্তাই এ প্রচেষ্টার লক্ষ্য। আসুন সবাই সচেতন হই, নিরাপদে থাকি। জরিমানা কোন সমস্যার সমাধান নয়, সচেতনতা সৃষ্টিই সকলের কাম্য হয়।

শেয়ার করুন

Leave a Reply