মতলব দক্ষিণে কুরবানির হাটে স্বাস্থ্যবিধি মানছে না 

নিজস্ব প্রতিনিধি :
মহামারী করোনা প্রকট আকার ধারন করেছে। মানছে না স্বাস্থ্যবিধি। মতলব দক্ষিণ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কুরবানির হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। এতে করে করোনা মহামারী গ্রামাঞ্চলে প্রকট আকার ধারন করার আশংকা দেখা দিয়েছে। প্রত্যেকটি হাটাবাজারে স্বাস্থ্যবিধি মানার নিয়ম থাকলেও কেউ এই নিয়ম পালন করছে না। কুরবানির হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মুখে মাস্ক দেখা যাচ্ছে না। আবার কারো কারো কাছে মাস্ক থাকলেও মুখে না রেখে পকেটে রাখছে। আইন-শৃঙ্খলা বাহিনীর লোক দেখলেই চট করে মুখে মাস্ক ব্যবহার করে আর চলে গেলেই মাস্ক খুলে রেখে দেয়। এরকম দৃশ্য লক্ষ করা যাচ্ছে গ্রামাঞ্চলের কুরবানির পশুর হাটসহ বিভিন্ন বাজারগুলোতে। নারায়নপুর কুরবানি পশুর হাটে এমনই চিত্র লক্ষ করা গেছে। গত ১৭ জুলাই মুন্সীরহাট গরুর বাজার রাস্তার উপর বসলেও কোন নিয়মনীতির বালাই নেই। জনগুরুত্বপুর্ণ এই সড়কের উপর দিয়ে যাত্রীবাহী ও পন্যবাহী যানবাহন চলাচল করে ঝুঁকি নিয়ে। রাস্তায় না বসিয়ে নিরাপদ বড় কোন মাঠে গরুর বাজারটি বসানোর প্রয়োজন ছিল বলে দাবী করেছেন এলাকার সচেতন এবং ভুক্তভোগী মহল। এছাড়া বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে স্ব স্ব বাজার কমিটি নিয়ম মানলেও ক্রেতা বিক্রেতারা কেউ এ নিয়ম মানছে না। ফলে করোনার সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল জানান, স্বাস্থ্যবিধি কেউ মানছে না, মাস্ক ব্যবহার করছে না। দিন দিন ঝুঁকি বাড়ছে। হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। এ ব্যাপারে আমাদের সকলের সচেতন হওয়া জরুরী।

শেয়ার করুন

Leave a Reply