মহামায়ার করবন্দ টাহরখিল এলাকায় মাদক বিরোধী সমাবেশ

মিজান পাটওয়ারী :
চাঁদপুর সদর উপজেলার মহামায়া টাহরখিল মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের করবন্দ এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৬জুলাই সোমবার সন্ধ্যায় টাহরখিল দিঘীর পাড় ঈদগাহ ময়দানে এলাকাবাসীর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ কর্মসূচির মাধ্যমে এলাকায় মাদক বিরোধী কমিটি গঠন করা হয়। সমাবেশে সচেতন ব্যক্তিরা বলেন, এলাকার বিভিন্ন অবস্থান থেকে সর্ব প্রকার সামাজিক অপরাধ তথা মাদক, জুয়া, ইভটেজিং নারী কেলেংকারী একটা বাড়ীকে, একটা এলাকাকে একটা সমাজকে, একটা জাতিকে ধ্বংশ করে দিচ্ছে। জানা গেছে, এলাকার প্রায় প্রতিটি বাড়ীতেই কমপক্ষে একজন করে হলেও এসব অপরাধী সৃষ্টি হচ্ছে। তারা কারো কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধুবান্ধব। ধ্বংশ হচ্ছে আমাদেরই পরিবার। আমরা এভাবে সমাজ ব্যবস্থাকে আর চলতে দিতে পারিনা। তাই সবাই সবার অবস্থান থেকে এসব সামাজিক অপরাধ প্রতিহত করতে উদ্যোগী হতে হবে। এজন্য প্রতিটি সচেতন ব্যক্তিকেই দাযিত্ব নিতে হবে। নিজের ঘরকে, নিজের বাড়ীকে সামলানো নিজের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব মানতে হবে। তাই আজ থেকে যে যার অবস্থান থেকে মাদক, জুয়া ও ইভটেজিং সহ সামাজিক অপরাধের জন্য প্রতিবাদি হবেন। যদি কোন ওয়েতে কেউ একা একা প্রতিবাদ করতে সাহস না পান তাহলে কমিটির মাধ্যমে প্রতিবাদ করতে হবে।
জানা যায়, সম্প্রতি উক্ত এলাকায় মাদক সহ সামাজিক অপরাধগুলো বেড়ে চলছিল। এতে সচেতন মহল অতিষ্ট হয়ে পড়ে। এতেই এলাকার লোকজন প্রতিবাদী হয়ে পড়ে। তারা খুব দ্রুত সময়ের মধ্যেই উক্ত এলাকাকে মাদকসহ সামাজিক অপরাধে জিরো ট্রলারেন্স ঘোষনা করার আশাবাদ ব্যক্ত করেন। এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী এডভোকেট মনির হোসেন এর সভাপতিত্বে সমাজ সেবক সফিউল আলম সাইফুল পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন সমাবেশের প্রধান উদ্যোক্তা জাহাঙ্গীর আলম খান, টাহরখিল দিঘীর পাড় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন অপু, ৮নং ওয়ার্ড (করবন্দ) ইউপি সদস্য বিল্লাল হোসেন তপদার, হাফেজ আলহাজ্ব ইলিয়াছ তপদার, আইনজীবী সহকারী হাছান খান, রতন পাটওয়ারী, শিক্ষক প্রতিনিধি গিয়াস উদ্দিন স্বপন পাটওয়ারী, সাংবাদিক মিজান পাটওয়ারী, এলাকার সচেতন ব্যক্তি আব্বাছ তপদার যুবনেতা গিয়াস উদ্দিন তপদার, হারেছ খান, জুয়েল মিজি, আমির গাজী, মাওলানা নাজিম উদ্দিন মাল, শিপন মিজি, শরাফাত উল্লাহ মিজি, ইকবাল বকাউল, শাহাদাত মিজি, জহির খান প্রমুখ। এসময় এলাকার বিভিন্ন পেশাজীবি ও সচেতন ব্যক্তি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply