সব জেলায় করোনা পরীক্ষাগার হবে : স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুর প্রতিদিন ডেস্ক :
দেশের সব জেলায় করোনা টেস্টের ল্যাবরেটরি স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘করোনা পরীক্ষার জন্য বর্তমানে দেশে যে পরীক্ষাগারগুলো রয়েছে, আপাতত সেখানেই কাজ হবে। তবে সামনে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে নতুন কিছু পরীক্ষাগার হওয়ার কথা। সেসব পরীক্ষাগারের যন্ত্রপাতি পেয়ে গেলে আরও কিছু পরীক্ষাগার স্থাপন করা হবে। তাতে করে প্রত্যেকটি জেলায় একটি করে পরীক্ষাগার হয়। আমাদের সে পরিকল্পনা আছে এবং যন্ত্রপাতি অর্ডার দেওয়া হয়েছে সে পরিকল্পনামাফিক।’
বুধবার ( ১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে র‌্যাপিড টেস্ট নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ বিষয়ে আলোচনা চলছে, আমরা একে পজিটিভলি দেখছি। এ সিদ্ধান্তটিও শিগগিরই পাওয়া যাবে।’ তবে কোন ধরনের টেস্ট, অর্থাৎ অ্যান্টিজেন নাকি অ্যান্টিবডি টেস্ট করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘যেটা আমাদের জন্য, দেশের জন্য, মানুষের জন্য ভালো হবে সেদিকেই আমরা যাবো এবং অনুমোদন দেবো।’

শেয়ার করুন

Leave a Reply