হতদরিদ্রদের মাঝে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
বর্তমান সময়ের করোনা মহামারিতে রাজধানীর মিরপুরে কর্মহীন পাঁচশতাধিক শ্রমজীবি ও হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, আলুসহ বিভিন্ন্ খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ছাত্রকল্যণ ট্রাস্ট এবং রাজধানীর পল্লবীস্থ ট্রাস্ট মডেল একাডেমি। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের নেতৃত্বে একদল কর্মী বাহিনীর মাধ্যমে বিভিন্ন কর্মহীন ও চিন্নমূল মানুষের বাসায় বাসায় গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। পুরা রমজান মাস ব্যাপী (ঈদুল ফিতর) পর্যন্ত এই কর্মসূচী পরিচালনা করবে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, বর্তমান সময়ের করোনা মহামারিতে কর্মহীন হতদরিদ্র সুবিধাবঞ্চিত ৫০০০ (পাঁচ) হাজার পরিবার-কে পবিত্র রমজান মাসে (১ম রমজান থেকে ঈদ পর্যন্ত) খাদ্য সহায়তা দেওয়ার কর্মসূচী হাতে নিয়েছে “বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট এবং রাজধানীর পল্লবীস্থ ট্রাস্ট মডেল একাডেমি। ছাত্রকল্যাণ ট্রাস্টের এই মহতী উদ্যোগ-কে সফল করতে দেশের বিত্তবান ও দানশীল সু-হৃদয়বান ব্যক্তির সহযোগিতা বিশেষভাবে কামনা করছি। আপনাদের সামান্য একটু সহযোগিতাই পারে একজন হতদরিদ্র ক্ষুধার্থ মানুষের মুখে আনন্দের হাসি ফুটাতে। সাহায্য পাঠানোর ঠিাকানাঃ “বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট- হিসাব নং ০৫০২১০১০০০০০৩৫৪৩, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ, মোহাম্মদপুর শাখা, ঢাকা। অথবা বিকাশ/নগদ নাম্বার- ০১৭৭৫০৯৮৬৮৮ (পার্সোনাল) অথবা সরাসরি “ট্রাস্ট মডেল একাডেমি- বাড়ী নং-১৩, রোড-২/বি, পল্লবী আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।

শেয়ার করুন

Leave a Reply