হাইমচরে শ্বাসনালীতে ভাত আটকে শিশুর মৃত্যু

হাছান আল মামুন :
কান্নারত অবস্থায় খাওয়ানোর সময় শ্বাসনালীতে ভাত আটকে ৯ মাসের কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রায় নামের ওই শিশু লক্ষীপুর সদর উপজেলার মান্দারী এলাকার গৌতমের কন্যা। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাইমচরের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হাইমচরে মা’এর সাথে নানার বাড়ি বেড়াতে এসে ছিল শিশুটি।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শিশুটির মা ভাত খাওয়ানোর চেষ্টা করে। শিশুটি কান্না করছিল। চিৎকার করা অবস্থায় শিশুটির মুখের ভেতর ভাত দেন মা। এতে করে গলার ভেতর ভাত আটকে গিয়ে শিশুটির শ্বাস-নিঃস্বাস বন্ধ হয়ে যায়। তাৎক্ষনিক শিশুটিকে হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সের ডিউটি ডাক্তার তাহসিন নিবরাস চৌধুরী বলেন, বাচ্চাটি কান্নার সময় তার মা ভাত খাওয়াচ্ছিল। এতে করে ভাত পাকস্থলিতে না গিয়ে শ্বাসনালীতে আটকে যায়। পরে তার স্বজনরা তাকে দুপুর ১টার দিকে হাসপাতালে নিয়ে আসে। আমরা এক্সামিনেশন করে দেখলাম বাচ্চাটি মৃত।
তিনি বলেন, শিশুদেরকে দ্রুত বড় করে তোলার জন্য শিশুদেরকে জোর করে ভাত খাওয়ানো উচিৎ না।

শেয়ার করুন

Leave a Reply