হাইমচরে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন উপজেলা মসজিদ হচ্ছে

হাসান আল মামুন :
হাইমচরে নিজস্ব অর্থায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে উপজেলা পরিষদ জামে মসজিদ। রবিবার দুপুরে মসজিদের ২য় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হেসেন পাটোয়ারী বলেন, সরকারি অনুদান ছাড়াই আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এ মসজিদটি নির্মান কাজ শুরু করেছি। চলমান কাজ এপর্যন্ত ৫০ লাখ টাকা খরছ হয়েছে। মসজিদের কাজ সম্পন্ন করতে ১কোটি ২০ লাখ টাকার প্রয়োজন হবে। আমরা উপজেলা পরিষদের কর্মকর্ত, জনপ্রতিনিধি ও আমাদের পরিচিত ব্যবসায়ীদের সহযোগীতায় এ পর্যন্ত কাজ চালিয়ে এসেছি। মসজিদের কাজটি শেষ হলে এ মসজিদটি একটি দৃষ্টিনন্দন মসজিদ হবে। আমরা আমাদের এমপি শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির কাছ থেকেও সহযোগীতা নিব। তিনি বলেন, মসজিদটির কাজ সমাপ্ত হলে দৃষ্টিনন্দন এ মসজিদটি দেখতে দুরদুরান্ত থেকে লোকজন এখানে আসবে।
মসজিদের ছাদ ঢালাই উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা ঢেপুটি কমান্ডার হাফিজ আহেমদ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এমএ বাশার, একটি বাড়ি একটি খামার প্রকল্প সমন্বয়ক জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply