হাজীগঞ্জে আগুনে পুড়ে মারা যাওয়া চাঁদনি জিপিএ-৪.১৭ পেয়েছে

শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া নাসরিন আক্তার চাঁদনী এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪.১৭ পেয়ে কৃতকার্য হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুল ইসলাম। চাঁদনীর ফলাফল জানতে পেরে আবারো শোকাহত হয়ে পড়েন তার মা ও ভাই-বোন।
চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উপজেলার সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে চাঁদনী। তার বাবা কাতার প্রবাসী আনোয়ার হোসেন। তার দু’টি কিডনী বিকল, আবার তিনি করোনায় আক্রান্ত। লকডাউনের কারণে বেকার হয়ে বসে আছেন। ঠিকমতো খাওয়া পাচ্ছেন না, তার উপর চিকিৎসা করাবেন কি দিয়ে..? তাছাড়া বাড়িতেও পরিবারের সবাই কষ্টে আছেন।
কেউ কেউ বলছেন, বাবার চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে গত ২৮ মে বিকালে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে চাঁদনী। এতে তার শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যায়। পরে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
তবে তার মা পুলিশকে জানিয়েছেন, চাঁদনী গ্যাসের চুলায় আগুন ধরাতে গিয়ে চুলে আগুন ধরে গিয়ে সে অগ্নিদগ্ধ হয়।
নিহত চাঁদনীর বাড়ি উপজেলার ৫নং সদর ইউনিয়নে। এদিকে নিহত চাঁদনীর ফলাফল হাতে পাওয়ার পর তার পরিবার ও বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

Leave a Reply