হাজীগঞ্জে খাল ভরাট না করার দাবিতে সমাবেশ

শাখাওয়াত হোসেন শামীম :
কৃষিজমি এবং কৃষকদের বাঁচানোর জন্য খাল ভরাট না করার দাবিতে রাধাসা ও বোরখাল এলাকার কৃষকেরা যৌথ প্রতিবাদ সমাবেশ করেছে।

গত ১৫ মে শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ফকির বাজার এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। খালটি ভরাট হলে দুইটি বড় ফসিল মাঠের কৃষকদের দুর্ভোগ পোহাতে হবে বলে আশংকা করা হচ্ছে।

সাবেক ইউপি সদস্য আবুল কালাম খলিফার সভাপতিত্বে ব্যবসায়ী কামরুজ্জামান এর উপস্থাপনা ও পরিচালনায় বাকিলা করেন প্রধান অতিথির বক্তৃতা করেন বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা উন্নয়ন কমিটির দপ্তর সম্পাদক হাবিবুর রহমান লিটন।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন দুলাল, ফজলুল হক, আবুল বাশার মাস্টার, মোঃ শহিদুল ইসলাম, নজরুল ইসলাম নজু ও রবিউল আলম অরুণ মেম্বার।

ওইসময় উপস্থিত ছিলেন নাজমুল আহসান নয়ন, মোঃ জামাল হোসেন পাটোয়ারী, সাদাত হোসেন, প্লাবন রায় চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক স্থানীয় বাসিন্দা এবং ভুক্তভোগী কৃষকগণ।

এদিকে খাল ভরাটকারী পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, অন্য কথা। ওই খালের অংশ তাদের ক্রয়কৃত সম্পত্তি।

এদিকে স্থানীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম কৃষকের দাবী রক্ষা করতে খোঁজ-খবর নিচ্ছেন এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে নেতা-কর্মীদের নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply