হাজীগঞ্জে ধর্ষিতা নারীকে উদ্ধারে সহযোগিতা করায় অটোরিকশা চালককে পুরস্কৃত করলো পুলিশ

শাখাওয়াত হোসেন শামীম :

ধর্ষণের শিকার হওয়া নারীকে উদ্ধার করে পুলিশের পুরস্কার পেয়েছেন এক সিএনজি অটোরিকশা চালক। বৃহস্পতিবার দুপুরে এই চালকের হাতে পুরস্কার তুলে দেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর হারুনুর রশিদ।

গত ২২ মে হাজীগঞ্জ শহরে ঘুরতে আসা এক নারীকে একদল লম্পট ধর্ষণ করে সিএনজি অটোরিকশায় উঠিয়ে দেয়। সিএনজিতে ওঠে ওই নারী অনবরত কান্না করতে থাকে। এই নারীকে কান্নার কারণ জিজ্ঞেস করে সিএনজি চালক। নারীর কাছ থেকে ঘটনাটি শুনে এই চালক ফোন করেন হাজীগঞ্জ থানা পুলিশকে। পুলিশ তাৎক্ষণিক রাতেই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরের দিন এই নারী ৪ জনকে আসামী করে থানায় মামলা করেন। সে মামলায় পুলিশ ইতিমধ্যে ২ জনকে আটক করে জেলহাজতে পাঠায়। বাকি ২ ধর্ষককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

এ বিষয়ে সোহেল মাহমুদ পিপিএম জানান, এই চালককে দেখে অন্যরা যেনো পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে উৎসাহী হয় সেজন্যে আমরা তাকে পুরস্কৃত করলাম।

শেয়ার করুন

Leave a Reply