হাজীগঞ্জে মোবাইল কোর্ট দেখে পালালো ছাগল ব্যবসায়ীরা

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে মোবাইল কোর্ট দেখে পালালো ছাগল ব্যবসায়ীরা।
প্রায় শতাধিক ব্যবসায়ী বিক্রির জন্য আজ ২৬ জুলাই সোমবার বাকিলা বাজারে ছাগল নিয়ে হাজির হন।
কঠোর লকডাউন’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমে উঠে বাকিলা বাজারের ছাগলের হাট।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার হাজির হন বাকিলা বাজারে। তাকে দেখে দৌড়ে পালালো ছাগল ব্যবসায়ীরা। সেখানে গিয়ে ম্যাজিস্ট্রেট বেশ কয়েকজনকে জরিমানা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, উপজেলার বাকিলা বাজারে সোমবারের চলমান ‘কঠোর লকডাউন’র মধ্যেও জমে উঠে ছাগলের হাট। একই সাথে হাঁস-মুরগিসহ পুরো বাজার জমে উঠে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত। বাজারে আসা অর্ধেক লোকদের মুখে মাস্ক নেই, নেই কোনো স্বাস্থ্যবিধিও।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ‘আমরা ছাগলের হাট বন্ধ করে দিয়েছি। বাকিলা বাজারের সাপ্তাহিক হাট বারগুলোতে করোনাকালে আর গরু-ছাগলের বাজার বসানো যাবে না। এ ছাড়া মাছ তরকারি বাজার স্বাস্থ্যবিধি মেনে বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে বসানোর জন্য ইজারাদার আব্দুল খালেককে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply