হাজীগঞ্জ উপজেলা আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়। সকাল ৭ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে ফুল দিয়ে শ্রদ্ধা, উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ ও আলোচনা সভায় অংশ গ্রহণ, ইউনিয়ন আওয়ামীলীগ, শহর যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ করে। বিকেল ৪ টায় হাজীগঞ্জ পশ্চিম বাজার আনন্দ প্যালেসে আলোচনা সভা, মিলাদ, ক্বীয়াম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতিচারণ ও তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের প্রধান অতিথি হওসেবে বক্তব্য প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। তিনি বক্তব্যে বলেন, নব্য আওয়ামীলীগারদের কারণে বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকগণ দলের জন্য কাজ করতে নিরুৎসাহিত হচ্ছে। শোককে শক্তিতে পরিণত করে নির্ভেজাল আওয়ামী পরিবার গঠন করতে বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দীন। তিনি বক্তব্যে বলেন, যারা বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত তাদের যেন দ্রুত বিচার করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাঁদপুর জেলা আওয়ামিলীগ ঐক্যবদ্ধ, আমরা হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগও ঐক্যবদ্ধ। অনুষ্ঠান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ।বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশীদ মুন্সী।অন্যান্যের মধ্যে আলোচনা করেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আলী আশরাফ দুলাল সহ ইঞ্জি. সিরাজুল ইসলাম, হায়দার পারভেজ সুজন, আকতার হোসেন মিকন, আবু ইউসুফ মহন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে মিলাদ ও ক্বীয়াম পরিচালনা করেন ৫নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজ।মোনাজাত পরিচালনা করেন ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন মিজি। সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply