হাজীগঞ্জ বড় মসজিদ কমপ্লেক্সের বিনামূল্যের অক্সিজেন সেবার উদ্বোধন

শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত রোগিদের সহযোগিতায় আহমাদ আলী পাটওয়ারী ওয়াক্ফ এস্টেট হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে বিনামূল্যের অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপরে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানব সভ্যতার জন্য কোভিড-১৯ (করেনাভাইরাস) এই শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলমান মহামারীতে উদ্ভূত সংকট মোকাবেলায় বাংলাদেশসহ সমগ্র বিশ্ব কঠিন সময় পার করছে। এ কঠিন সময় একে অপরের সহযোগিতায় ইনাশাআল্লাহ বৈশ্বিক মহামারি থেকে আমরা রক্ষা পাবো।
করোনা সংক্রমণের হার এবং মৃত্যু দুটোই ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষের মধ্যে এখনো করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে না।
নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণে সবার সচেতন হওয়া উচিত। তবে সরকারের পদেপর ওপর ভরসা করে থাকলে চলবে না। জনগণকেও দায়িত্বশীল, সচেতন ও সাহসী হতে হবে। সতর্কতা ও সচেতনতার জন্য দরকার প্রস্তুতি।
বৈশ্বিক মহামারী করোনা রোগীদের সেবায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতাওয়াল্লি, বিশিষ্ট সংগঠক, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।
উদ্বোধনীয় অনুষ্ঠানে অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী বলেন, আহমাদ আলী পাওয়ারী ওয়াক্ফ এস্টেট এটা এমন একটা ওয়াক্ফ এস্টেট যেটা, সারা বছর কোটি কোটি মানুষকে নামাজের সেবা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমার নামাজ আমি পড়বো কিন্তু আহমাদ আলী পাটওয়ারী সাহেব তার সহায় সম্পত্তি সব ওয়াকফ করে দিয়েছেন। আহমাদ আলী পাটওয়ারী ওয়াক্ফ এস্টেট শত বছর ধরে ধর্মীয় কার্যক্রমসহ ধর্মীয় সকল ক্ষেত্রে নিরবে লাখ লাখ মানুষের সেবা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত রোগীদের সেবায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স অক্সিজেন সেবার কার্যক্রম চালু করেছে। সর্ম্পূর্ণ ফ্রি ভিত্তিতে আমরা মানুষকে এ সেবা দিয়ে যাবো-ইনশাআল্লাহ।
অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহমেদ, ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ শাওন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের কর্মকর্তা হুমায়ুন কবির পাটওয়ারী, নুরুজ্জামান পাটওয়ার, রহমতউল্যাহ প্রমূখ।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রথম অবস্থায় ১০টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে করোনা আক্রান্ত রোগিদের বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়া হবে। তবে এক্ষেত্রে চিকিৎসকের প্রয়োজনীয় প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) নিয়ে আসতে হবে। যারা অক্সিজেন সেবা নিতে ইচ্ছুক, তারা নিম্নোক্ত মোবাইল ফোন নম্বরের যোগাযোগ করার জন্য অনুরোধ জানান কর্তৃপক্ষ।
০১৭০০-৭৬৫ ০৭০১, ০১৮১৯-১০৫ ৩৯৪, ০১৮৬২- ১৮৬ ৮৭৭

শেয়ার করুন

Leave a Reply