হাজীগঞ্জ ৪শ’ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ২ লক্ষ টাকা বিতরণ

শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জ পৌরসভায় প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ কার্ড(নগদ অর্থ) বিতরণ করলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।
হাজীগঞ্জ-শাহরাস্তির সাংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম ও হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপনের সমন্বয়ে ৫শ’ টাকা করে ৪শ’ জনকে দুই লক্ষ টাকা বিতরণ করা হয়।
ত্রান ও দূর্যোগ মন্ত্রনায়লের দেয়া বরাদ্দ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির এক লক্ষ ও পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপনের এক লক্ষ টাকা মোট ৫শ’ টাকা করে ৪শ’ জনকে দুই লক্ষ টাকা বিতরণ করা হয়।
গত ৩ জুন বৃহস্পতিবার সকালে পৌরসভা কার্যালয়ে অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণকালে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন বলেন, শেখ হাসিনার সরকার প্রতিটি দূর্যোগে সাধারণ মানুষের পাশে আছে।
ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আওয়ামী লীগ সরকারের সময় কালে যখনই দেশে বড় কোন দুর্যোগ দেখা দিয়েছে, তখনই সরকার সাফল্যের সাথে দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমাদের সকলের উচিত সরকারকে সহযোগিতা করা।

শেয়ার করুন

Leave a Reply