করোনা ভাইরাস ঝুঁকি নিয়ে কাজ করছেন ম্যাজিষ্ট্রেট নুশরাত শারমীন

সেনা সদস্য ও পুলিশদের নিয়ে মাঠে মতলব দক্ষিণে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন।

মতলব প্রতিনিধি :
করোনা ভাইরাসের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। মতলব দক্ষিণ উপজেলায় করোনার আচড় যাতে না পরে নিরলসভাবে সে চেষ্টাই করে যাচ্ছেন তিনি। উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পরিশ্রম করে যাচ্ছেন। এ উপজেলার প্রায় আড়াই লক্ষ মানুষের জীবন রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। এছাড়া তিনি বিভিন্ন বাজার, খেয়াঘাট, টোল প্লাজাসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক বক্তব্য রাখছেন। সরকারি নির্দেশ অমান্য করায় অনেক দোকান মালিককে অর্থদন্ড করেছেন। যাতে করে তারা এই কাজ করতে নিরুৎসাহিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নুশরাত শারমীন। চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খাঁনের নির্দেশ এবং পরামর্শ মোতাবেক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের পরামর্শ নিয়ে করোনা যুদ্ধ মোকাবেলা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক তিনি নিজে করোনা প্রতিরোধ কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত শারমীন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি যাতে এ উপজেলার মানুষ নিরাপদ ও সুস্থ থাকতে পারে। সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা নিয়ে কাজ করছি। তিনি আরো বলেন, স্বস্তির বিষয় হলো যে, মতলব দক্ষিণে এখনও পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হয়নি। তবে আমাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। জরুরি প্রয়োজন ব্যতীত কেউ ঘর থেকে বের হবেন না। আপনি সুস্থ থাকলে পরিবার সুস্থ থাকবে, সুস্থ থাকবে বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply