চাঁদপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকদের জন্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি সেক্টরের কথা ভাবেন এবং চিন্তা করেন। বিশেষ এধরণে শিশুদের জন্যে তিনি নানা পদক্ষেপ নিয়েছেন। আমাদের চারপাশে এধরণের শিশু রয়েছে। তাদেরকে অবহেলা দিয়ে নয় ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। কারণ তাদের অনুভূতি রয়েছে। তারা সবকিছুই বুঝে হয়তো করতে পারে না।
তিনি আরো বলেন, এসব শিশুদের মনকে উৎফুল্ল রাখতে হবে। মনকে উৎফুল্ল রাখতে হলে তাদেরকে খেলাধুলা করাতে হবে। তাদের খেলাধুলায় কোন সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিলো ফুটবল ৪টি, টেনিস বল ১২টি, সফট বল ১০টি, দাবা সেট ৪টি, ব্যাডমিন্টন র‌্যাকেট ৪টি, ব্যাডমিন্টন নেট ২টি ও ফ্যাদার ২বক্স।

শেয়ার করুন

Leave a Reply