চাঁদপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফুল ও জাওয়াদ
নিজস্ব প্রতিবেদক :
গতকাল ১৪ ফেব্রুয়ারী চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান ৫১ সদস্যবিশিষ্ট চাঁদপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।কমিটির আহবায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম-আহবায়ক মো. আরিফুল ইসলাম, আশেকে রাসুল জাওয়াদ, জি. এম রাকিব হোসাইন, আরাফাত সানী, মো. খালেদ হোসেন খান, মো. আব্দুল্লাহ বেপারী, রিয়াদ শেখ ও মাঈন উদ্দিন সরকার রবিন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সদস্য শাহ আলম বেপারী, বাবু দাস, রফিকুল ইসলাম, তমাল সাহা, মো. সাইদ হোসেন, মো. তৌকির আহমেদ, মো. রাসেল খান, মো. আল আমিন গাজী, নিলয় দে, খালেক হাসান আবিদ, শাখাওয়াত হোসেন রাফী, হাবিবুর রহমান বাবু মো. দাদন খলিফা, মো. শাহাবুদ্দিন হোসেন প্রভাত, মো. মেহেদী তালুকদার, রাকিব আহমেদ, রাফিয়ান ইসলাম সিজান, ইমরান গাজী আরিয়ান, রাশেদুল ইসলাম হৃদয়, রবিউল হাসান রবিন, নাজমুল খান, লিজন তালুকদার, তোফায়েল আহমেদ জাহিদ, পরান খান, শেখ মো. মেহেদী হাসান, আমির হোসেন হামজা, গোলাম নবী সিয়াম, আফজাল মিয়াজী, এস এম আফজাল, রাকিবুল ইসলাম বেপারী, সাজ্জাদ হোসেন সামির, সাইফুল ইসলাম অনিম, মেহেদী হাসান, ফরহাদ হোসেন, ইসমাইল হোসেন রাজন, সজিব মাঝী, সজিব খান রিফাত, মেহেদী হাসান আকাশ, নয়ন পোদ্দার, তৌসিফ তাহিন ইকবাল হৃদয়, আজহারুল ইসলাম রবি, মহাসিন মিয়াজী, তানভির ইসলাম পাটওয়ারী, মো. সিরাজুল ইসলাম রোহান ও যুবায়ের ইসলাম মাল।
এছাড়া একই পত্রে চাঁদপুর জেলা ছাত্রলীগে সহ-সভাপতি পদে অনিক আহমেদ সরকার, সহ-সম্পাদক পদে সিয়াম হোসেন, আমিনুল ইসলাম আকাশ, মো. রাফী মাল, শান্ত হাওলাদার, হৃদয় হোসাইন, পারভেজ হোসেন, রাকিব মাঝি, আহমদ উল্লা আখন্দ, রাকিব হাসান বাবু দেওয়ান, জাহিদুল ইসলাম তানভীর, সদস্য পদে অন্তর বেপারী, মো. আরজু খান, মো. জাহিদুল ইসলাম শুভ ঢালীকে মনোনীত করা হয়।