ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকা থেকে উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভুঞার চুরি যাওয়া সরকারি অস্ত্র-গুলি (৯ এমএম পিস্তল ও ১৬ রাউন্ড গুলি ম্যাগজিনসহ) ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রুবেল খান (৩৬) ও সুমন (৩৫) নামে দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম।
ঢাকা মেট্টোপলিটন ও চাঁদপুর গোয়েন্দ পুলিশ (ডিবি) এবং ফরিদগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর শাহ আলী থানা এলাকা আজ বিকেলে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে।
আটক রুবেল খান বরগুনা জেলার বেতাগী থানার সরিষামুড়ি ইউনিয়নের উত্তর ভোড়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে। তার বর্তমনা ঠিকানা মিরপুর-১ শাহ আলী থানায়। আর সুমন ঝালকাঠি জেলার নেছারাবাদ থানার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের মৃত জালাল উদ্দিন মাঝির ছেলে। বর্তমান ঠিকানা মিরপুর শাহ আলী থানার বেরিবাধ বস্তি তুরাগ সিটি এলাকা।
শেয়ার করুন