ঈদকে সামনে রেখে ছেংগারচর পৌরসভায় আলাউদ্দিন প্রধানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

কামরুজ্জামান হারুন :
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে  কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (৫ মে) দুপুরে পৌরসভার তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, ছেংগারচর পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও ঠিকাদার মোঃ আলাউদ্দিন প্রধান তার নিজস্ব অর্থায়নে  পৌরসভার ৬নং ওয়ার্ডের তালতলী, বড় ঝিনাইয়া, ছোট ঝিনাইয়া গ্রামের ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রীর প্যাকেট উপহার দেন।
প্রধান অতিথি হিসেবে উপহার  সামগ্রী বিতরণ করেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এর ছোট ভাই ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও ঠিকাদার আলাউদ্দিন প্রধান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও  উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র-১ আঃ মান্নান বেপারী, দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান মুন্না, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কমিউনিটি পুলিশং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজসেবক লিয়াকত আলী সরদার, ইদ্রিস আলী বেপারী, শাহাব উদ্দিন প্রধান, গজনফর আলী সরদার, আক্তারুজ্জামান সরকার,মনির হোসেন দর্জি, মফিজুল ইসলাম সরকার,৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহবুবুর রহমান সরকার, সাধারণ সম্পাদক রেহান উদ্দিন খান,ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজির ভান্ডারী, সফিকুল ইসলাম বাচ্চু, ফারুক হোসেন সরদার,বদরপুর আকবর আলি খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক সাগর  প্রমূখ।
ঠিকাদার আলাউদ্দিন প্রধান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এর পক্ষ থেকে পৌরসভার ৬নং ওয়ার্ডের অসহায়, কর্মহীন হতদরিদ্র পরিবারের প্রত্যেককে
 ২ কেজি পোলাউ চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি বুটের ডাল, ২ লিটার তেল, ১ কেজি চিনি,৩ কেজি সেমাই(তিন ধরনের) ১ কেজি লবণ,১ কেজি সাগু, খুরমা খেজুর, কিচমিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা সহ ঈদ সামগ্রী দেয়া হয়েছে।
শেয়ার করুন

Leave a Reply