হাজীগঞ্জের ইউএনও করোনা নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের হাজীগঞ্জের ইউএনও বৈশাখী বড়–য়ার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ২৯ এপ্রিল এই কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ আসার পর কোন উপসর্গ না থাকায় সন্দেহের ভিত্তিতে ওই দিনই আবারও নমুনা পরীক্ষার জন্য পাঠান। ৭ দিনের মাথায় বুধবার তার রিপোর্ট এলো নেগেটিভ। অর্থাৎ তিনি করোনা আক্রান্ত নয়। এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শোয়েব আহমেদ চিশতী জানান, প্রথম নমুনার পজেটিভ আসা রিপোর্ট পরীক্ষা করা হয় ঢাকার শিশু হাসপাতালে। এরপর ওই দিনই ম্যাডাম আবারও নমুনা দেন। তা পাঠানো হয় আইইডিসিআরে। সেখান থেকে ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পাঠানো হয়। আর তার রিপোর্ট এসেছে নেগেটিভ। তিনি বলেন, ইউএনও ম্যাডাম হোম আইসোলেশনে আছেন। আবারও নমুনা দেয়া হয়েছে। পরবর্তী রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তিনি হোম আইসোলেশনে থাকবেন।

শেয়ার করুন

Leave a Reply