কচুয়ায় করোনা উপসর্গে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মৃত্যু

মানিক ভৌমিক :
চাঁদপুরের কচুয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুল হাকিম (৪০) নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নিজ বাসায় মারা যান তিনি।
আব্দুল হাকিমের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। তিনি ইউনিহেলথ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কচুয়ায় দেড় বছর ধরে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আব্দুল হাকিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ইদ্রিস বকাউলের বাসায় পরিবারসহ ভাড়া থাকতেন। বাড়িটি লকডাউন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ বলেন, আব্দুল হাকিম ইউনিহেলথ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তিন দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছি। পরে তার মরদেহ স্বাস্থ্যবিধি অনুযায়ী বরিশালের তার গ্রামের বাড়িতে পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply