কচুয়ায় করোনা জয়ী পুলিশ-নার্স-আয়া কর্মস্থলে ফেরার অপেক্ষায়

কচুয়া প্রতিনিধি :
কচুয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এসআই, নার্স ও আয়াসহ ৩ জন সুস্থ হয়ে বাড়ি ও কর্মস্থলে ফিরেছেন। এর মধ্যে সোমবার বিকেলে কচুয়া থানার এসআই মোস্তফা কামাল সুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেড়ে কর্মস্থলে ফিরেছেন। মোস্তফা কামালের শরীরের অবস্থার উন্নতি ঘটলে দ্বিতীয় দফায় করোনার নমুনা সংগ্রহ করা হলে সোমবার তার করোনার ফলাফল নেগেটিভ আসে। থানার পক্ষ থেকে এসআই মোস্তফা কামালকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এ সময় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল, এসআই লিলুছুর রহমান, নাজির হোসেন, এএসআই শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউল্লাহ অলি বলেন, তিনি সুস্থ হয়ে উঠেছেন এটিই বড় কথা। সোমবার আমরা তাকে স্বাগত জানিয়েছি। বর্তমানে তিনি ছুটিতে আছেন।
এদিকে ৭ মে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সিনিয়র স্টাফ নার্স মর্জিনা বেগমের করোনা পজেটিভ সনাক্ত হলে তার বাসা সাচার বাজারের রেঁনেসা মেডিকেল সেন্টার লকডাউন করে তাকে সেখানে আইসোলেশনে রাখা হয়। পরবর্তীতে ওই সেন্টারের আয়া তানিয়া বেগমের করোনা পজেটিভ শনাক্ত হলে তাকে বাবার বাড়ি নন্দনপুর বড় বাড়ি লকডাউন করে সেখানে রাখা হয়। দু’জনের পুনরায় দ্বিতীয় দফায় করোনা শনাক্তের জন্যে নমুনা সংগ্রহ করা হলে দু’জনের ফলাফল নেগেটিভ পাওয়া যায়। বর্তমানে দু’জনই সুস্থ।
এ বিষয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ বলেন, তাদের তিন জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা এখন সুস্থ এবং করোনামুক্ত। তবে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি- আরও কিছু দিন বাসায় থাকার জন্য। আরও ৫-৬ দিনের মধ্যে কোন ধরনের অসুবিধা মনে না হলে এরপর তারা কাজে যোগ দিবে। তিনি বলেন, করোনা পজেটিভ হওয়ার পর দুটি রিপোর্ট নেগেটিভ আসার পরও কিছু দিন বাসায় থাকা উচিত।

শেয়ার করুন

Leave a Reply