করোনা : চাঁদপুরে নতুন কোন আক্রান্ত নেই

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে গত দুই দিনে করোনা ভাইরাসে নতুন কোন আক্রান্তের রিপোর্ট আসেনি। ঢাকা থেকে ২৪ জনের রিপোর্ট এসেছে। ২৪ জনেরই নেগেটিভ। তবে আজকে পর্যন্ত রিপোর্ট অপেক্ষমান আছে ১৪৮টি।
মঙ্গলবার (১২ মে) দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল­াহ এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, এই পর্যন্ত চাঁদপুর জেলা ও উপজেলা থেকে ৮৬৮টি করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজকে সংগ্রহ হয়েছে ১৪টি। রিপোর্ট এসেছে ৭২০টি। আক্রান্ত ৪৫ জন। (১ জনের দুইবার নমুনা পজিটিভ)। নেগেটিভ রিপোর্ট ৬৭৫ জনের।
সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল­াহ জানান, চাঁদপুরে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা ৪৮ জন। (৩ জন ঢাকা ফেরত, ১ জন ল²ীপুর ফেরত)। আইসোলেশনে রোগীর সংখ্যা ৫২ জন। ছাড়পত্র পেয়েছে ৩৯ জন। বর্তমানে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ১৩ জন। সুস্থ হয়েছে ১২ জন এবং মৃত্যুবরণ করেছে ৪ জন। এছাড়া হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৬শ’ ৫৫ জন। হোম কোয়ারেন্টিন থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন ৩ হাজার ৪শ’ ৩৮ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২শ’ ১৭ জন।

শেয়ার করুন

Leave a Reply