চাঁদপুরের মফস্বল সাংবাদিকের দিকপাল ইকরাম চৌধুরী

মানিক ভৌমিক ::
১ এপ্রিল ২০১৮। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর এসেছেন। আমরা কচুয়া থেকে ২০/২২ জন সংবাদকর্মী চাঁদপুরে এসেছি। দুপুরে প্রত্যেকের হাতে লাঞ্চের প্যাকেট। বসে খাওয়ার মতো জায়গা কোথাও নেই,পুরো শহর মানুষে ভরপুর। কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার আমাদেরকে নিয়ে ইকরাম চৌধুরীর বাসায় গেলেন, উদ্দেশ্য অসুস্থ ইকরাম ভাইকে দেখা ও খাবারের প্যাকেটগুলো সাবার করা। ইাকরাম ভাই আমাদের হাতে খাবারের প্যাকেট দেখে রাগ করলেন। বললেন, বাসায় যা আছে তাই হতো। সবাই মিলে ডাল-ভাত খেতাম। আমরা প্যাকেট খাবার খেতে শুরু করলে ইকরাম ভাই বাসায় রান্না করা তরকারি নিজের হাতে পরিবেশন করেন। অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি সকলের খোঁজ-খবর নেন। ইকরাম ভাইয়ের একটি বড় গুণ হলো বিভিন্ন উপজেলা পর্যায়ে সকল সাংবাদিকদের তিনি নাম ধরে ডাকতেন। তাঁর পত্রিকায় কাজ না করলেও তিনি আমাকে দেখলেই নাম ধরে ডাকতেন এবং কুশল জানতেন। আর কখনো তাঁর স্নেহময় ডাক শুনতে পাবো না। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী আজ সকালে মৃত্যুবরণ করেছেন। ইকরাম ভাইয়ের আত্মার শান্তি কামনা করি ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
-লিখেছেন মানিক ভৌমিক, নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর প্রতিদিন

শেয়ার করুন

Leave a Reply