তুমি রবে হাজারো মানুষের হৃদয় জুড়ে

তুমি রবে হাজারো মানুষের হৃদয় জুড়ে। কী বন্যা, কী ঝড়, কী নদী ভাঙন, কী কৃষকের দুর্দশা! কোথায় দৌঁড়ে যাওনি তুমি!? পেশার তাগিদে, নেশায় পেয়ে দৌঁড়ে গিয়েছিলে সর্বত্র। সাংগঠনিক দৃঢ়তায় চাঁদপুর প্রেসক্লাবকে করেছিলে একটি একক ঐক্যের প্রতীক। সভাপতি ছিলে, সাধারন সম্পাদক ছিলে এবং না ফেরার দেশে চলে গেলে ঐ সম্মান নিয়েই। কিন্তু আমি তোমার এতো কাছের মানুষ হয়েও দেখিনি সেই পদ নিয়ে ছিলো না তোমার দম্ভোক্তি, অহংকার, অহংবোধ। আর সেই বৈশিষ্ট্যগুলো থাকুক না আমাদের কাছে? তোমার অকাল মৃত্যু কিছুতেই আমি/ আমরা মেনে নিতে পারছি না।!! বিশেষ করে আমরা যারা তোমার কাছে কলম ধরা শিখেছি, তারা কী এই বেদনা সহ্য করতে পারবো?
-লিখেছেন, ইকবাল হোসেন পাটোয়ারী, সম্পাদক ও প্রকাশক : চাঁদপুর প্রতিদিন, জেলা প্রতিনিধি : দৈনিক সমকাল।

শেয়ার করুন

Leave a Reply