চাঁদপুরে আরও ১০০ জন করোনা আক্রান্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১৯ আগস্ট বৃহস্পতিবার ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৮ জন, মতলব উত্তরে ১৭ জন, ফরিদগঞ্জে ১৮ জন, হাজীগঞ্জে ৭ জন, মতলব দক্ষিণে ১ জন, শাহরাস্তিতে ৮ জন, হাইমচরে ১৫ জন, কচুয়ায় ৬ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৯১২ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২২ জন। ১৯ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৭০৩ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১৯ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৮৭৪ জন, হাইমচরে ৭৮১ জন, মতলব উত্তরে ৮২৪ জন, মতলব দক্ষিণে ১২১৯ জন, ফরিদগঞ্জে ১৫২৯ জন, হাজীগঞ্জে ১৪১১ জন, কচুয়ায় ৭৪১ জন, শাহরাস্তিতে ১৫৩৩ জন।
মৃত ২২২ জনের মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, ফরিদগঞ্জে ৩৪ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৯ জন, কচুয়ায় ১২ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৬ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৪ হাজার ৭৯৬ জনের। এর মধ্যে পজেটিভ ১৩ হাজার ৮৯৩ জন আর নেগেটিভ ৪০ হাজার ৯০৩ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৯৮৭ জন। এদের মধ্যে ৬৯ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৯১৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply