চাঁদপুরে আরও ১৬৯ জনের করোনা সনাক্ত, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১৬৯ জনের করোনা সনাক্ত হয়েছে। ১৯ জুলাই সোমবার ৪২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৬৯ জনের রিপোর্ট পজেটিভ আসে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ২ জনের।
স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৪৯ জন, হাইমচরে ৭ জন, ফরিদগঞ্জে ২৯ জন, হাজীগঞ্জে ১৯ জন, মতলব দক্ষিণে ৫, শাহরাস্তিতে ২৩ জন, মতলব উত্তরে ২৩ জন, কচুয়ায় ১৯ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৩৪৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪৬ জন। ১৯ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৩৮ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১৯ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৩৫১ জন, হাইমচরে ৩২৫ জন, মতলব উত্তরে ৩৯৩ জন, মতলব দক্ষিণে ৬৩৯ জন, ফরিদগঞ্জে ৮২৬ জন, হাজীগঞ্জে ৭৪১ জন, কচুয়ায় ২৬৮ জন, শাহরাস্তিতে ৮০০ জন।
মৃত ১৪৬ জনের মধ্যে সদর উপজেলায় ৫৪ জন, ফরিদগঞ্জে ২৫ জন, হাজীগঞ্জে ২২ জন, শাহরাস্তিতে ১৫ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ৮ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৮৯ জনের। এর মধ্যে পজেটিভ ৭ হাজার ৩২৪ জন আর নেগেটিভ ২৯ হাজার ৫৬৫ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫৯ জন। এদের মধ্যে ৩৫ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৬২৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply