চাঁদপুর ও মতলব উত্তর-দক্ষিণের কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর জেলার ৮টি উপজেলার ৭ হাজার ২৫০টি মসজিদের মধ্যে অন্তত ৬ হাজার মসজিদে এবার হবে ঈদুল আযহার জামাত। সংশ্লিষ্টরা জানিয়েছেন সকাল ৭টা থেকে শুরু হয়ে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কোন এলাকায় মুসল্লি বেশি হলে সেখানের মসজিদে একাধিক জামায়াত করা হবে। ঈদের জামাত করার জন্য মসজিদের দায়িত্বশীরা প্রস্তুতিও সম্পন্ন করেছেন। এর মধ্যে জেলার গুরুত্বপূর্ণ মসজিদগুলোর ঈত জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
এবার চাঁদপুর সদর শহরের কালেক্টরেট জামে মসজিদ, গোর-এ-গরিবা কমপ্লেক্স, চেয়ারম্যান ঘাটা বায়তুল আমান জামে মসজিদ, বড় স্টেশন জামে মসজিদে জামাত হবে সকাল ৭টায়, পুলিশ লাইন্স জামে মসজিদ, চৌধুরী জামে মসজিদ, ঐতিহাসিক বেগম জামে মসজিদ, ঐতিহাসিক পুরান বাজার জামে মসজিদে সাড়ে ৭টায়, চাঁদপুর সরকারী কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ, চিশতিয়া জামে মসজিদ, বাবুরহাট জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
মতলব দক্ষিণে মতলব বাজার শাহী জামে মসজিদে ৭টায়, ৮টায় উপজেলা জামে মসজিদ, মতলব বাজার শাহী জামে মসজিদ, মুন্সিরহাট বাজার জামে মসজিদ, কাচিয়ারা শাহী জামে মসজি, ১নং নায়েরগাঁও, বাকরা মসজিদে কোবা জামে মসজিদ, নারায়নপুর বাজার শাহী জামে মসজিদ, উত্তর উপাদী শান্তিনগর বাজার জামে মসজিদে, সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় ঢাকিরগাঁও বায়তুল্লাহ জামে মসজিদ, মিয়াদগাজী প্রধানিয়া বাড়ী জামে মসজিদ সাড়ে ৮টায় জামাত হবে।
মতলব উত্তরে সকাল ৮টায় আবুল হোসেন সরকার ঈদগা ময়দান, ছেংগারচরের নুড়িয়া ঈদগাহ ময়দান, সকাল সাড়ে ৮টায় ষাটনল কেন্দ্রীয় ঈদগা ময়দান, খাগুরিয়া হাফানিয়া কেন্দ্রীয় ঈদগা ময়দান, ঘনিয়ার পাড় ঈদগা ময়দানে জামাত হবে।

শেয়ার করুন

Leave a Reply