চাঁদপুরে আরও ৫৭ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। ২৩ আগস্ট সোমবার ৩৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৮ জন, ফরিদগঞ্জে ২ জন, হাজীগঞ্জে ১২ জন, মতলব উত্তরে ২ জন, শাহরাস্তিতে ৫ জন, হাইমচরে ৬ জন, মতলব দক্ষিণে ৫ জন, কচুয়ায় ৭ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ১১৮ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২৩ জন। ২৩ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৮২ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২৩ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯৪৬ জন, হাইমচরে ৮০৭ জন, মতলব উত্তরে ৮৪০ জন, মতলব দক্ষিণে ১২২৯ জন, ফরিদগঞ্জে ১৫৫০ জন, হাজীগঞ্জে ১৪৪২ জন, কচুয়ায় ৭৬৬ জন, শাহরাস্তিতে ১৫৫৭ জন।
মৃত ২২৩ জনের মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, ফরিদগঞ্জে ৩৪ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৯ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৬ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৬ হাজার ১২ জনের। এর মধ্যে পজেটিভ ১৪ হাজার ১১৮ জন আর নেগেটিভ ৪১ হাজার ৮৯৪ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৪৩২ জন। এদের মধ্যে ৪৮ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৩৮৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply