চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ৮০০, সুস্থ ৪৪২৫

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নতুন করে আরও ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৫ জুন শনিবার ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের রিপোর্ট পজেটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে সবাই চাঁদপুর সদর উপজেলায় ৪ জন, মতলব দক্ষিণে ১ জন, কচুয়ায় ১ জন, হাজীগঞ্জে ১ জন, ফরিদগঞ্জে ১ জন এবং লক্ষ্মীপুর জেলার ফতেপুর এলাকার ১ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৮০০ জন। এছাড়া বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২২ জন। ৫ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪২৫ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
স্বাস্থ্য বিভাগ জানায়, ৫ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২২২৮ জন, হাইমচরে ২৪১ জন, মতলব উত্তরে ২৯২ জন, মতলব দক্ষিণে ৪৩৪ জন, ফরিদগঞ্জে ৫৩১ জন, হাজীগঞ্জে ৪৮২ জন, কচুয়ায় ১৭১ জন এবং শাহরাস্তিতে ৪২০ জন।
মৃত ১২২ জনের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, ফরিদগঞ্জে ১৮ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৫৪৭ জনের, রিপোর্ট পাওয়া গেছে ২৯ হাজার ৪২০ জনের। এর মধ্যে পজেটিভ ৪ হাজার ৭৭৩ জন আর নেগেটিভ ২৪ হাজার ৬৪৭ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন। এদের মধ্যে ১০ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৩৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply