চাঁদপুরে নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে স্থানীয় সরকার বিভাগের অধীনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনে এলিট হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফসিডিও’য়ের টিম লিডার ও সিনিয়র এনভায়রনমেন্ট এডভাইজার জন ওয়ারবার্টন, ন্যাশনাল ডেভলপমেন্ট এডভাইজার এন্ড ডেপুটি টিম লিডার আনোয়ারুল হক, রেজিলিয়েন্স এন্ড ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম ম্যানেজার ফারজানা মুস্তাফা, এলআইইউপিসিপি প্রজেক্ট ম্যানেজার ইয়োগেশ প্রাধানাং।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনায় মতামত ব্যক্ত করেন প্যানেল মেয়র অ্যাডভোকেট হেলাল হোসেন, ফরিদা ইলিয়াস, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান দর্জি, ৩,৪,৫ নং ডাকাতিয়া প্লাস্টারের ক্যাশিয়ার শিল্পী। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভা সকল ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর ও ইউএনডিপির সদস্য বৃন্দ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply