দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে ছাত্র ও যুব অধিকার পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে ২৫ অক্টোবর সোমবার বিকাল ৩টায় চাঁদপুর শহরের শপথ চত্বর প্রাঙ্গনে প্রতিবাদ সভার আয়োজন করে জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদ। সভায় বক্তারা বলেনে
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে পাগলা ঘোড়ার মত লাগামহীন ভাবে ছুটে চলছে, তাতে দেশে কোনো সরকার আছে বলে মনে হয় না। সরকার দেশের সাধারণ মানুষের কথা চিন্তা না করে শুধু দলীয় নেতা-কর্মীদের পকেট ভারী করার জন্য মেগা প্রকল্প বাস্তবায়নের নামে লুটপাট করছে। বক্তারা আরও বলেন, সকল পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে । শীতকালীন সবজির দাম সবসময় কম থাকে, কিন্তু এখন তার সম্পূর্ণ বিপরীত। যেই সবজির দাম কৃষক পাচ্ছে মাত্র ৫/৬ টাকা, সেই সবজির দাম বাজারে ৪০-৫০ টাকা। কৃষক মূল্য পাবে না, আর মজুতদার মুনাফাখোররা রাতারাতি কোটিপতি হয়ে যাবে এটা কোনভাবেই যুব সমাজ মেনে নিবে না। জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক সালমান ফার্সি (সোহাগ) এর সভাপতিত্বে ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সামিউল প্রধান এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব খান মুহাম্মদ নিয়াজ মোর্শেদ, যুগ্ন আহ্বায়ক আনছারী মাহমুদ, উমর সালমান, রাজন বেপারী, শেখ রুবেল, মাহমুদুল হাসান জীবন, জুবায়ের, নুরুন্নবী প্রমূখ।

 

শেয়ার করুন

Leave a Reply